সদস্য হবার শর্তাবলী
প্রকাশের তারিখ: 05/11/2020
বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ সংক্ষেপে বনেক। এই সংগঠনের সদস্য পদের আবেদনের জন্য প্রাথমিক কিছু শর্তাবলী প্রযোজ্য। এক নজরে দেখে নিন:
১. জাতীয়তায় বাংলাদেশি এবং যে কোন স্থানের স্থায়ী বাসিন্দা বা নাগরিক হইতে হইবে। বয়স কমপক্ষে ১৮ বছর হইতে হইবে।
২. ঋণ খেলাপী, কর খেলাপী, বিল খেলাপী, কালো টাকার মালিক, ফৌজদারী মামলায় সাজাপ্রাপ্ত ও সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ব্যক্তি বনেকের সদস্য হতে পারবেন না।
৩. সংশ্লিষ্ট নিউজ পোর্টালে নিয়মিত আপডেট থাকতে হবে।
৪. সাংগাঠনিক কর্মে আগ্রহ থাকতে হবে।
৫. প্রত্যেক সদস্যকে আবেদনপত্র গৃহিত হলে ১০০ টাকা প্রসেসিং ফি প্রদান করতে হবে।
৬. সদস্য হতে আগ্রহীগনকে অবশ্য অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক/সম্পাদক হতে হবে।
৭. কোন অবস্থাতেই অনলাইন নিউজ পোর্টাল মালিক/সম্পাদক/প্রকাশক সংশ্লিষ্ট সংগঠনের সাথে সংযুক্ত থাকতে পারবেনা।
৮. আবেদনের জন্য আপনার ডোমেইনের বয়স কমপক্ষে ১ বছর হতে হবে।
৯. কোন অবস্থাতেই অস্পস্ট ওয়েবসাইট, অগোছালো ওয়েবসাইট, কন্টেন্ট বিহীন ওয়েবসাইট আবদনের জন্য গ্রহনযোগ্য হবেনা।
যেভাবে সদস্যপদ গ্রহন করবেন:
বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের সদস্যপদ গ্রহনের জন্য কয়েকটি ধাপ অনুসরন করতে হবে আপনাকে। যা পর্যায়ক্রমে দেয়া হলো:
১. প্রথমে এই লিংকে ক্লিক করে আপনি আপনার তথ্য দিয়ে ফরম সাবমিট করুন।
২. ফরম সাবমিট করার পর যদি সঠিক ভাবে ফরম সাবমিট হয়ে থাকে তাহলে এই লিংকে দেখতে পারবেন। ফরম সাবমিট হবার পর যাচাই বাচাই করে আপনার আবেদন গ্রহন করা হলে Accepted দেখতে পারবেন। ফরম যাচাই বাছাই করতে সময় লাগতে পারে তিন থেকে এক সপ্তাহ।
৩. আবেদন পত্র Accepted হলে আপনাকে এই লিংকে ক্লিক করে প্রসেসিং ফি বাবদ ১০০টাকা বিকাশ/রকেট/নগদের মাধ্যমে প্রদান করতে হবে। পেমেন্ট সঠিকভাবে হয়ে গেলে আপনার অবস্থান Accepted থেকে Registered দেখাবে।
৪. পরিপূর্ণভাবে আপনার আবেদনপত্র রেজিষ্ট্রেশন শেষ হয়ে গেলে আপনার দেওয়া মেইলে একটি অভিনন্দন বার্তা যাবে।
৫. যদি আপনার আবেদন পত্রটি Rejected দেখানো হয় তাহলে যথাযথ কারন জানার জন্য info@bonec.org তে মেইল করতে পারেন।