সংগঠনের প্রকৃতি
প্রকাশের তারিখ: 05/11/2020
একটি শক্তিশালি সংগঠনরুপে প্রতিষ্ঠিত করা। যে প্রতিষ্ঠান ব্যাক্তি স্বার্থের উর্দ্ধে থেকে ডিজিটাল বাংলাদেশের অন্যতম ধারক এবং বাহক ডিজিটাল গণমাধ্যম সমূহের সাথে জাড়িত ব্যাক্তিবর্গকে একি ছায়াতলে নিয়ে আশা। ডিজিটাল গণমাধ্যম পরিচালিত হতে কোন প্রকার বাঁধা বা নিষিদ্ধের মধ্যে পরলে তা প্রতিরোধ করা। ডিজিটাল গণমাধ্যম সমূহ যাতে একটি সূ-শৃঙ্খল পথে চলতে পারে তার নিশ্চায়তা প্রদান করা। কোন রাজনৈতিক, ব্যক্তিস্বার্থে এই সংগঠন ব্যবহার করা যাবে না। সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং সাম্প্রদায়িক সংগঠন হিসেবে পরিচালিত হবে।
অনলাইন সাংবাদিকতার সাথে জড়িত সকল সাংবাদিকদের সরকারী বিধি-বিধান ও আইন মেনে চলার মানসিকতা এবং পেশাদারিত্বের মাধ্যমে কার্যক্রম পরিচালনার সেতু বন্ধন হিসেবে কাজ করার জন্য সংগঠন কাজ করবে।
অনলাইন সাংবাদিক কল্যাণ তহবিল গঠন করতে পারে। যাতে করে কখনও পেশাগত দায়িত্ব পালন, অনুসন্ধান মূলক প্রতিবেদন প্রকাশ, প্রকৃত ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে কোন ব্যক্তি বা প্রতিষ্টান কর্তৃক সমস্যার সম্মুখীন হলে উক্ত সাংবাদিকের পাশে দাড়াবে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ।